Header Ads

পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক বন্ধুত্বের (Real Love)

ভালবাসার অপর নাম বন্ধুত্ব

জীবনের চলার পথে কত মানুষের সঙ্গে আলাপ পরিচয় ঘটে৷ তাদের মধ্যে অনেকের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়৷ সব বন্ধুত্ব আবার চিরস্থায়ী হয় না৷ তাদের মধ্যে দুই একজন মনের মনিকঠায় জায়গা করে নেয়৷ সেই মানুষটি আমাদের প্রিয় বন্ধু (Best friend) হয়ে ওঠে৷
friend, friend love,
আজও মনে পড়ে সেই দিনের কথা আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি৷তখন ক্লাস ভর্তি ছাত্রের মধ্যে দুই জন আমার মনে জায়গা করে নেয়৷ তারপর ধীরে ধীরে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে৷ যেই সম্পর্কের মধ্যে কোন দিন ভুল, ক্ষমা, অন্যায় এই শব্দের কোনো দাম ছিল না, সেখানে হাসি, আহ্লাদ, আনন্দ, ভালবাসা ছাড়া অন্য কোনো কিছুর ঠাঁই নেই, সেই সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের৷ স্কুলে আশা থেকে স্কুলের শেষে বাড়ি যাওয়া পর্যন্ত আমার একে অপরকে ছাড়া থাকতাম না৷ স্কুল বন্ধ থাকলেও কোন না কোন কারণে আমার দেখা করতাম, ঘুরে বেড়াতাম৷ এমন খুব কম দিন যেতে যে আমাদের দেখা হত না৷ যতদিন যেতে থাকে আমাদের সম্পর্কের মধ্যে তত বিশ্বাস ও দৃঢ়তা বাড়তে থাকে৷ এমন নয় যে ক্লাসের আর অন্য কেউ বন্ধু ছিল না৷ কিন্তু এই দুইজন ও আমার মধ্যে মনের মিল খুব ভাল ছিল৷ স্কুলে কত কি যে এক সাথে করছি তা বলা সম্ভব নয়৷ আমাদের তিনজনের মধ্যে কেউ যদি স্কুলের পড়া বা বাড়ির কাজ না করে স্কুলে আসলে তাকে ক্লাসের বাইরে বের করে দিতেন শিক্ষক মহাশয়, তখন বাকি দুইজন কোন না কোন কারণে ক্লাসের বাইরে চলে আসতো শাস্তি ভোগ করতে৷ স্কুলের অন্য ছাত্রছাত্রীদের পেছনে লাগা, ক্লাসের জানাল দিয়ে বইয়ের ব্যাগ বাইরে ফেলে দিয়ে ঘুরতে যাওয়া, ক্লাস বন্ধ করে বাইরে আড্ডা দেওয়া আরও কত কি৷ তাছাড়া এক বন্ধু স্কুলের একটি মেয়ের প্রেমে পড়ে! মেয়েটিকে ভালবাসা কথা জানানোর জন্য  বন্ধুকে সাহায্য করা, মেয়েটির সম্পর্কে সমস্ত খবর জোগাড় করা(বাড়ি কোথায়, টিউশন কোথায় পড়তে যায়, সে বাড়ি থেকে কখন স্কুলের জন্য বেরিয়ে আসে ইত্যাদি),  তাদের গল্প করতে সুযোগ করে দেওয়া, তাদের মধ্যে ঝামেলা হলে সেটা ঠিক করা৷ যাই কিছু হোক না কেন তিনজনেই সাক্ষি থাকতাম৷ সারাদিন ২৪ ঘন্টার মধ্যে রাতে ঘুমানোর সময় টুকু ছাড়া বাকি সময় তো বলার কোন প্রশ্ন ওঠে না৷ কারণে আকারণে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, কোন অনুষ্ঠান দূর্গাপূজা, কালিপূজা ইত্যাদিতে একে অন্যের ছাড়া চলত না৷ একদিন আমার কোন কারণে হাত কেটে গিয়ে ছিল স্কুলে টিফিনে আমি কিছুই খেতে পারছিলাম না, তখন অনুপ (Best Friend) নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছিল ও নিজেও খাচ্ছিল৷ সেই কথা আজও ভুলতে পারিনি৷ এটাই বন্ধুত্বের মন ছোঁয়া ভালবাসা যার মধ্যে ছলনা থাকে না৷ তাই বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক
best friend
বন্ধুত্ব হল এক পারস্পরিক সম্পর্ক যা আত্মার এক শক্তিশালী বন্ধন৷ বন্ধুত্ব মানে স্নেহ, সততা, সহানুভূতি, সমবেদনা, আস্থা, বিশ্বাস ও ভালবাসা (real love)৷ বন্ধুত্ব হল একে অপরের খুশিতে খুশি হওয়া, সময়ে দৃঢ়তার সহিত পাশে দাঁড়ানো, মন উজাড় করে কথা বলা, চূড়ান্ত পাগলামি করা আর সেই পাগলামি সহ্য করে একমাত্র প্রিয় বন্ধু৷ বন্ধুত্ব এই পৃথিবীর একমাত্র নিষ্পাপ সম্পর্ক৷ 
 
বন্ধুত্ব সেটাই যার সাথে কথা বলতে গেলে হিসেব করে কথা বলতে হয় না, বন্ধুত্ব সেটাই যখন হাজার লোক তোমার বিপক্ষে থাকলেও সে সবসময় তোমার পক্ষে থাকবে৷ হাজার বন্ধু পাবে কিন্তু প্রিয় বন্ধু একজন-ই পাবে৷ 
 
বন্ধু সে হয় কেউ তোমার বিরুদ্ধে একটা খারাপ কথা বললে তাকে তোমার হয়ে দশটা কখা বলে আসবে, বন্ধু সে যে তোমাকে ফোন করে ডাকবে না বরং তোমার বাড়ির সামনে এসে বলবে কোথায় তুই বলে ডাকবে, বন্ধু সে যে তোমার সমস্ত গোপন কথা জানার পরেও না জানার ভান করবে এবং তোমার ভাল গুণগুলি সবার সামনে প্রকাশ করবে, বন্ধু সে যার সামনে সমস্ত দুঃখ-কষ্ট, ব্যথা-যন্ত্রণা, হাসি, আহ্লাদ মন খুলে বলতে পারবে৷ বন্ধু সে যে হাজার ব্যর্থতার পরেও তোমার কাঁধে হাত রেখে বলবে তুই একমাত্র পারবি৷ তুমি নিজে চাইলেও সে তোমাকে তোমার বিশ্বাস ভঙ্গ হতে দেবে না যতক্ষণ না তুমি সফল হও৷ বন্ধু সে যে তোমার মুখে হাসি ফোঁটানোর জন্য নিজে হাজার যন্ত্রণা বুকে নিয়ে তোমায় হাসাবে৷ একজন প্রকৃত বন্ধু যা তোমার ছায়ার মতো যাকে সবসময় তোমার পাশে পাবে৷ একজন প্রকৃত বন্ধু হাজার আত্মীয়ের সমান৷ একজন প্রকৃত বন্ধু কখনও তোমার আচরন ক্ষুব্ধ হয় না৷ বন্ধু মানে এক সত্যিকারের ভালবাসা যা কোন দিন মরে না৷ 
friend forever
জীবনে একজন প্রকৃত বন্ধুর গুরুত্ব অপরিসীম৷ বাবা-মাও সন্তানদের কাছে আশা করে যে আমাদের ছেলেমেয়ে এক সময় আমাদের সেব করবে কিন্তু বন্ধু নিঃস্বার্থ সে কিছুই আশা করে না৷ যদি কোন কারণে তোমার কাজ বন্ধ বা চাকরি চলে যায় - মা বলবে অন্য কথাও দেখ তাড়াতাড়ি না হলে চলবে কিভাবে, বাবা বলে উমুক জায়গায় ইন্টারভিউ হচ্ছে যা ইন্টারভিউ দিয়ে আয়৷ বৌ বলে কিগো কথাও ব্যাবস্থা হল এই ভাবে কত দিন চলবে৷ আর বন্ধু বলে চাপ নিবিনা আমি তো আছি, কিছু প্রয়োজন হলে বলবি৷ আর সাহস দিতে থাকে তার পক্ষে যতটা সম্ভব সে সাহায্য করতে থাকে, তাকে বলার প্রয়োজন হয় না৷ 
 
যার কাছে প্রকৃত বন্ধু আছে খোঁজ নিয়ে দেখ সে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.