Header Ads

ভালবাসার যন্ত্রণা

নিঃস্বার্থ ভালবাসা কোনদিন অস্তিত্ব থাকে না

আজব এই দুনিয়ায় কত রকমের মুখোশ পড়া মানুষ দেখা যায়৷ সবার মধ্যেই হাসি-কান্না, দুঃখ-কষ্ট,  আনন্দ-উল্লাস, প্রেম-ভালবাসা রয়েছে৷ হাসি, আনন্দ, প্রেম, উল্লাস এই সব কিছুই দিনের আলোর মধ্যে ফোঁটে ওঠে৷ যেটা দিনের আলোর মধ্যে ফোঁটে ওঠে না সেটা অন্তরে ব্যাথা, যন্ত্রণা ও কষ্ট৷ এই কষ্টের একমাত্র সাক্ষী  রাতের আধার৷ রাতের অন্ধকার যত গাঢ় হতে থাকে কষ্ট যন্ত্রণা তত তীব্র হতে থাকে৷ রাতের অন্ধকার এমন একটা জায়গা যেখানে কষ্ট গুলো লুকিয়ে রাখা যায়৷ ভোরের আলো ফোটার সাথে সাথে এই কষ্ট গুলো উপর এক পর্দার আবরন তৈরি হয়ে যায়৷ এই পর্দার উপরে আনন্দে মেতে ওঠার অভিনয় দেখা যায়৷ এই অভিনয় কারো চোখে ধরা পড়ে না, সবাই বাহ্যিক দিকটা দেখে বিচার করে যে সে কতটা আনন্দ, সুখের মধ্যে আছে৷ এই কষ্ট সম্পূর্ণ নিজের হয় তাই চুপচাপ নীরবে এই কষ্টের বোঝা বয়ে বেরতে হয়৷ রাতের অন্ধকারকে আপন করে নেয় এই ব্যার্থ প্রেমিকরা৷ মানুষের জীবনে প্রেম ভালবাসা এমন একটা অধ্যায় যেটা মানুষকে সারজীবন হাসাতে পারে আবার সুন্দর জীবনটাকে গভীর অন্ধকারে হারিয়ে দেয়৷
sad love
কিছু কিছু পাগল আছে তারা ফেলে আসা দিনগুলোর কথা ভেবে খোলা আকাশের নীচে রাত কাটায়৷ এই রাত তাদের কাছে এক গভীর রাত যার কোন শেষ নেই৷ আবার কিছু রাত কাটে চোখের জলে বিছানায় বালিস ভিজিয়ে৷ আত্মবিশ্বাসী যখন ভালবাসার স্বপ্নের সাজানো বাগানে বিষ ঢেলে দূরে চলে যায়৷ এক সময় যে ছেলেটি কোনদিন পাড়ার মোড়ে, রাস্তার ধারে বসত না, যার হাতে সব সময় প্রিয়তমার ছবি থাকত এখন সেই হাতে মদের গ্লাস এবং সিগারেটের এই তিক্ত ধোঁয়া আলঙ্কারের মতো শোভা পায়৷ ছেলেটি তার এই কষ্ট গুলো ধোঁয়ার মাধ্যমে বের করে দিতে চায়! হায়রে বেইমান ভালবাসার তার রক্তের মধ্যে আরও বেশি করে মিশে যায়৷ তার ওই কষ্ট গুলো আরও বেশি করে  তাকে কাছে টানে৷ রাত কাটে দুই চোখ ভরে নদীর ধারা বয়ে যায়৷ আবার দিন কাটে অভিনয় জগতের শ্রেষ্ঠ নায়ক হিসাবে৷ সবার সঙ্গে এমন ভাবে তাল মিলিয়ে চলে যেন জীবনে সে কত খুশিতে দিন কাটাছে৷ কাউকে বুঝতেও দেয় না তার যন্ত্রণার কথাগুলো, শুধু নীরবে কাঁদিয়ে যায়৷ সে যেন হাজার লোকের ভিড়ে প্রান্তহীন একলা পথিক৷ যার পথ চলা শুরু হয়ে ছিল রঙিন স্বপ্ন দিয়ে৷ আজ সেই পথ আছে হাতে হাত রেখে চলা মানুষটি সমুদ্রের মাঝে এসে তার হাত ছিনিয়ে নিয়েছে৷ ছেলেটি যেন অথই জলে তলিয়ে যাচ্ছে৷ তার চোখে স্বপ্ন আজও আছে, সেই স্বপ্ন গুলো আজ দুঃখ-কষ্ট আর অসহ্য যন্ত্রণার৷ এই যন্ত্রণা যেন হাজার বিষাক্ত সাপের কামড়ের থেকেও তীব্র যন্ত্রণা দায়ক৷
sad love quotes
আজ যারা নিঃস্বার্থ ভাবে ভালবাসার পর সঙ্গীহীন হয়ে পড়েছে তারাই এই যন্ত্রণা অনুভুতি গুলো অনুভব করতে পারবে৷ তুমি কি জানো না তোমায় ছাড়া এই জগৎ শূন্য লাগে৷ তোমারই কারণে এই দুই চোখে অস্রূ নদীর বান্ ভাষিয়ে যায়৷ মাঝে মাঝে এক দমকা হাওয়া যেন তোমার ছোঁয়া দিয়ে যায়৷ মনে হয় তুমি আমার পাশেই আছ তখন চোখে ভেষে ওঠে আবার রঙিন স্বপ্ন৷ মনে হয় ওই নীল আকাশের দিগন্তে তোমায় নিয়ে হারিয়ে যাই৷
REAL LOVE
আবার যখন ওই স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসি তখন মনে হয় কেউ পাহাড়ে সবচেয়ে উঁচু চূড়া থেকে ঠেলে ফেলে দিয়েছে৷ বুকের ভেতর যেন আড়লন সৃষ্টি হয় মন ব্যাকুল হয়ে ওঠে৷ নিজের ভেতর থেকে সব হারিয়ে যায় শুধু পড়ে থাকে পাথরের মূর্তির মতো এই শরীরটা৷ জানিনা এটা কি আমার ভালবাসা নাকি তোমার ওই ঠোঁটের কোনে জমে থাকা বিষের প্রভাব যা আমার মন ও শরীরকে একটু একটু করে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে৷ আচ্ছা তোমার কি ইচ্ছে হয় না "তোমায় ভালোবাসি" মৃদু কন্ঠে শুনতে৷ 
এই ভাবে যত্ন করে আঘাত দিয়ে তুমি কি পেলে ? তোমার কাছে থেকে বুঝেছি প্রকৃত ভালবাসা এমন এক সম্পদ যা স্পর্শ করা যায় না, চোখে দেখে যায় না শুধুমাত্র মনের অনুভূতি দিয়ে অন্তরের সঙ্গে অন্তরের মিলন৷ এর মাধ্যমে আসে বিশ্বাস, ভরসা ও গভীর প্রেমের সম্পর্ক৷ আমার এই অনুভূতি গুলো তোমারই সাথে পথ চলার পর বুঝতে পেরেছি৷ তোমার মতোই নিজেকে গুছিয়ে নিতে শিখেছি৷ তোমার এই অনুভূতি আমায় কত রাত দুই চোখের পাতা এক করতে দেয়নি তুমি কি জানো না৷ তবুও তুমি এই ভাবে মাঝ পথে হাতে ছেড়ে দিলে? যখন ভালবাসা বুঝতে শিখলাম ঠিক তখনই হাওয়ায় এক হালকা ছোঁয়া এসে জীবনের সব কিছু উল্টোপাল্টা করে চলে গেল৷ আর এই ভালবাসার মূল্য হিসাবে কষ্টের সম্নানে প্রতিষ্ঠিত করে গেলে৷ আর রয়ে গেল কষ্ট ও তীব্র যন্ত্রণা আমার কাছে৷
মানুষ যখন স্বপ্ন আর আবেগের সমুদ্রের মাঝে থাকে তখন জীবনে সব কিছু সহজ বলে মনে হয় কিন্তু বাস্তবটা কঠিন ও নিষ্ঠুর হয়৷ স্বপ্নতো স্বপ্ন হয় সেই স্বপ্ন পূরণ হয় খুব ভ্যাগবান মানুষের৷ 
হাতে হাত রেখে এক সাথে শুরু হয়েছিল পথ চলা হঠাৎ মাঝ সমুদ্রে হাত ছেড়ে দূরে চলে গেলে কিসের আশায়৷ একবারও ভাবলেনা তোমার সাথে পথ চলা মানুষটার কথা৷ সে কিভাবে এই মাঝ সমুদ্রে থেকে ফিরবে ? তার সমস্ত শক্তি তোমায় ঘিরে কিভাবে লড়াই করবে এই সমুদ্রে ক্ষণে ক্ষণে উৎপন্ন ঢেউ এর সাথে৷ তখন এই বাস্তবতা সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটা কত বড় যন্ত্রণাদায়ক তা একমাত্র সেই ব্যার্থ প্রেমিকই বোঝে৷ দিনের পর দিন রাতের পর রাত এই কষ্ট আগুনে একটু একটু করে পুড়তে হয়৷ পৃথিবীর কাছে প্রান ভিক্ষা চায়, এই বসুন্ধরা কখনও ফিরিয়ে দেয় আবার কখনও বা কাছে টেনে নেয়৷ পড়ে থাকে এই নিথর দেহ যা মাটির সঙ্গে মিশে যায়, পড়ে থেকে যায় শুধু স্বপ্নগুলো৷
কারো নিঃস্বার্থ ভালবাসাকে অবুজ ভালোবাসা বলে তুমি আজ অবহেলা করে হয়তো তুমি জিতবে আজ কিন্তু সময় চিরদিন এক থাকে না৷ একদিন তুমিও নিঃস্বার্থ ভালবাসা পাবার জন্য নিস্তব্ধ অন্ধকারে ছুটে বেরোবে কিন্তু তাকে কোন দিন ফিরে পাবে না৷
broken hart
তখন তোমার মনে হবে ভালবাসা মূল্য কি ? ভালবাসা মূল্য শুধুমাত্র ভালবাসা দিয়ে দেওয়া যায়৷ প্রকৃত ভালবাসার মূল্য কখনো এক জন্মে শোধ যায় না৷ সত্যি কারের ভালবাসা পাওয়া আজ কত কঠিন এই হৃদয় হীন পৃথিবীতে৷ 
কেউ চায়না কাউকে ভূলে যেতে কিন্তু এই কঠোর বাস্তবতা ভুলিয়ে দেয়৷ কেউ কাউকে হারাতে চায়না সময় ছিনিয়ে নেয়, এটাই বাস্তব সত্য৷ 
তুমি ছেড়ে যাবার পরেও কিছু বদলে যায়নি দিন-রাত্রি হয়েছিল, সৃর্য-চন্দ্র উঠেছিল, শুধুমাত্র এই দুই চোখে ঘুম ছিল না৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.